আজকের জোকস : ২৩ জানুয়ারি, ২০২২
দুধের পাতিলে ইঁদুর
গৃহকর্মী: খালাম্মা, দুধের পাতিলে একটা ইন্দুর পড়ছে।
গৃহিণী: কী! তাড়াতাড়ি ইঁদুরটা সরা।
গৃহকর্মী: ইন্দুর সরানোর ব্যবস্থা কইরাই আফনেরে বলছি।
গৃহিণী: কী ব্যবস্থা করেছিস?
গৃহকর্মী: পাতিলের ভিতরে একখান বিলাই রাইখা আসছি!
****
স্বামীকে বোকা বলল স্ত্রী
সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী রেগে গিয়ে স্বামীকে যা-তা শুনিয়ে দিচ্ছে। নিরুপায় স্বামী বলল-
স্বামী: বোকার মতো কথা বলো না।
স্ত্রী: সে কী! তা না হলে তুমি বুঝবে কী করে?
***
ট্রেনে ভ্রমণ করলেই বমি হয়
ট্রেন থেকে নেমে হড়হড় করে বমি করে দিলেন সেলিনা। স্টেশনের গার্ড ছুটে এলো-
গার্ড: কী হয়েছে আপনার?
সেলিনা: আর বইলেন না, আমি ট্রেনে যেদিকে ইঞ্জিন; সেদিকে পিঠ দিয়ে বসে জার্নি করলেই অসুস্থ হয়ে পড়ি।
গার্ড: সামনের সিটের যাত্রীর সঙ্গে বদলে নিলেই পারতেন।
সেলিনা: কী করে করব, সামনের সিটে কেউ ছিলই না।
****
দাদির কাছে বাদাম রাখার কৌশল
নাতি: দাদি, তুমি বাদাম খেতে পার?
দাদি: না, দাদু ভাই। কবে দাঁত পড়ে গেছে।
নাতি: তাহলে এই বাদামগুলো রাখ তো, আমি আপুর কাছে চেয়ে আরও কতগুলো নিয়ে আসি।