আজকের জোকস : ২৫ জানুয়ারি, ২০২২
ফিরে আসার ভাড়াটা দাও
নবদম্পতির মাঝে ঝগড়া হয়েছে—
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না।
স্বামী: ফিরতে কে বলেছে?
****
ডাক্তারদের অসুখ হলে তারা যা করে
একদিন এক ডাক্তার তার চেম্বারে রোগী দেখছিল। হঠাৎ অসুস্থবোধ করছিলেন তিনি। তখন তার কম্পাউন্ডারকে ডেকে বললেন—
ডাক্তার: শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনো!
কম্পাউন্ডার: স্যার, আপনি নিজেই তো দেশসেরা ডাক্তার!
ডাক্তার: আরে গাধা! আমার ফিসওতো দেশে সবচেয়ে বেশি। সেজন্যেই তো বলছি অন্য ডাক্তার ডেকে আনো!
****
পরী বউ
বিল্টু বিকেলে তার বন্ধুর সঙ্গে গল্প করছে—
বিল্টু: জানিস? আমার বউ আসলে মানুষ না, পরী! আমি এতদিন বুঝতেই পারিনি।
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, গত রাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি, আমার বউ বসে আছে আর তার মুখ থেকে আলোর আভা বের হচ্ছে!
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, সেই আভা কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আমি নড়ে উঠতেই সেই আভা মিলিয়ে গেলো। আর বউ ঝট করে আমার পাশে শুয়ে পড়ল।
বিল্টুর বন্ধু: হা হা হা।
বিল্টু: তুই হাসছিস কেন?
বিল্টুর বন্ধু: ওরে গাধা,পরী টরি কিচ্ছু না। তোর বউ তোর মোবাইল ফোন চেক করছিল।
****
স্ত্রী একটি ড্রাকুলা জন্ম দিয়েছে
ডাক্তার: অভিনন্দন জিকু! আপনার একটি ছেলে হয়েছে।
জিকু: বাহ! কী আনন্দ!
ডাক্তার: কিন্তু আপনার ছেলের জন্য এখনই এক ব্যাগ রক্ত দরকার।
জিকু: কেন? আমার স্ত্রী কি একটা ড্রাকুলা জন্ম দিয়েছে?