আজকের জোকস : ২৭ জানুয়ারি, ২০২২
বয়ফ্রেন্ড আছে
এক রেলস্টেশনে এক মেয়ে দুইটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে-
কুলি : ম্যাডাম, কুলি লাগবে?
মেয়ে : না লাগবে না, সঙ্গে আমার বয়ফ্রেন্ড আছে।
****
ছাগলের ডিম
শিক্ষক : মনে করো একটা আম গাছে ১৬টা কলা আছে। সেখান থেকে ১৩টা জাম্বুরা পেড়ে নেয়া হলো। গাছে কয়টা লেবু বাকি থাকবে?
ছাত্র : ৯টা হাতি।
শিক্ষক : বাহ! তুমি কীভাবে জানলে?
ছাত্র : কারণ, আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি।
***
থাপ্পড় দিতে আসার সময়
মিজান : আম্মু এক গ্লাস পানি দাও তো।
মা : এখানে এসে নিয়ে যা।
মিজান : না না, আম্মু দাও না।
মা : একটা থাপ্পড় দিবো।
মিজান : আম্মু, থাপ্পড় দিতে আসার সময় এক গ্লাস পানি নিয়ে এসো!
****
ফ্রিতে চুল কাটাইবা
চুল কাটানোর পর এক লোক নাপিতকে বলল-
ভদ্রলোক : আমি একটু বাইরে থেকে আসছি। এর মধ্যে তুমি আমার ছেলের চুল কাটো!
ছেলের চুল কাটানোর পর নাপিত তাকে জিজ্ঞেস করল-
নাপিত : তোমার বাবা কই!
ছেলে : ওই লোক তো আমার বাবা না। বাইরে দেখা হইছিল আর আমারে বলল ফ্রিতে চুল কাটাইবা? তাইলে আমার সঙ্গে চলো।