আজকের জোকস : ৩০ জানুয়ারি, ২০২২
ট্রেনে নারীদের কামরায় পুরুষ
সুজন ট্রেনে চেপে এক জায়গায় যাচ্ছেন। ট্রেনে হাঁটতে হাঁটতে তিনি একটি কামরায় গিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর টিকিট চেকার এসে তাকে বললেন, ‘কী ভাই, চোখে দেখতে পান না না কি!’
সুজন বললেন, ‘কেন, হয়েছে কী?’
টিকিট চেকার রেগে বললেন, ‘কেন, বড় করে লেখাটা দেখছেন না যে, এটা নারীদের কামরা?’
সুজন বললেন, ‘দুঃখিত। আমি তো আপনাকে দেখেই এ কামরায় ঢুকেছি। আপনাকে দেখে তো মনে হয়েছিল আপনি পুরুষ। কিন্তু…’
****
পুরোনো ট্রেনের পুরোনো টিকিট
সমীর ট্রেনে উঠেছে। একটু পর টিকিট চেকার এসে তার কাছে টিকিট দেখতে চাইল। সমীর পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলো।
টিকিট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শো-রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’
***
গণিত জানে না বাবা
বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা চার যোগ তিনে কত হয়?
বাবা: পাজি ছেলে, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে: বলো না কত হয়?
বাবা: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!