আজকের জোকস : ১ ফেব্রুয়ারি, ২০২২
কোন দেশের সাংবাদিকদের দক্ষতা কেমন?
বিভিন্ন দেশের সাংবাদিকদের সেমিনারে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে-
জাপানি: যেকোনো ঘটনা কে ঘটিয়েছে, সেটা জানতে আমাদের ৭২ ঘণ্টা সময় লাগে।
বৃটিশ: আরে ধুর, আমরা দুনিয়ার সেরা সাংবাদিক। অন্যায়কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগে।
আমেরিকান: আমরাও ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।
বাংলাদেশি: আমাদের দেশের ক্রিমিনালরা ঘটনা ঘটার সাথে সাথেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেন। ফলে ঘটনার সাথে সাথেই আমরা তথ্য পেয়ে যাই।
***
হাতি-পিঁপড়ার ফুটবল খেলা
ফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়া একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়া দলের ড্রেসিং রুমে এলো হাতি দলের অধিনায়ক। বলল—
হাতি: আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি।
পিঁপড়া: না, না, ও কথা বলবেন না। আমরাও তো কম রাফ খেলিনি।
***
লাইব্রেরি কয়টায় খোলে?
মাঝরাতে পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানের কাছে ফোন এলো—
লোক: হ্যালো, লাইব্রেরি কয়টায় খোলে?
লাইব্রেরিয়ান: আপনি কি এই কথা জানার জন্য আমাকে এত রাতে ফোন করলেন?
লোক: আহা! বলুন না লাইব্রেরি কয়টায় খোলে?
লাইব্রেরিয়ান: সকাল নয়টায়…
লোক: তার আগে খুলবে না?
লাইব্রেরিয়ান: না।
লোক: কোনোভাবেই খুলবে না?
লাইব্রেরিয়ান: না... কেন, কী করবেন এত সকালে লাইব্রেরিতে এসে?
লোক: আমি আসব কে বলল আপনাকে? আমি তো বের হব!