আজকের জোকস : ৩ ফেব্রুয়ারি, ২০২২
মেয়ের গানের জন্য টাকা ব্যয়
মেয়ে দেখতে গেলেন ছেলের বাবা। মেয়ের বাবা মেয়ের প্রশংসা করতে গিয়ে বললেন-
মেয়ের বাবা: এইমাত্র মেয়েটার যে গান শুনলেন, এর জন্য আমার বহু টাকা ব্যয় করতে হয়েছে।
ছেলের বাবা: হ্যাঁ, তা তো হবেই। নির্ঘাত প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে।
***
মরা মাছের দাম কম হওয়া উচিত
এক মাছ বিক্রেতাকে ক্রেতা বললেন-
ক্রেতা: মাছগুলো তো প্রায় মরে গেছে।
বিক্রেতা: মাছ তো আর জ্যান্ত জ্যান্ত খাওয়ার জিনিস না!
ক্রেতা: মরা মাছের দাম তো কম হওয়া উচিত।
বিক্রেতা: তাইলে তো আমার ব্যবসাই ছেড়ে দেওয়া উচিত।
ক্রেতা: কেন?
বিক্রেতা: আপনি ঘরে নিয়ে মাছ মেরেই খাবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার জলায় মাছ মরা দেখলেই যত্ত অসুবিধা!
***
চট্টগ্রাম কখন ট্রেনের কাছে পৌঁছবে?
বাবার সঙ্গে চট্টগ্রাম যাবে বলে ট্রেনে উঠেছে ছোট্ট ছেলেটি। এটিই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল সে। একটি বাড়ি পেছনের দিকে চলে গেল, চলে গেল একটা গাছ, একটা ল্যাম্পপোস্ট। অবাক হয়ে দেখছিল ছেলেটি। বাবাকে সে চোখ বড় বড় করে প্রশ্ন করল, ‘বাবা, চট্টগ্রাম কখন ট্রেনের কাছে এসে পৌঁছবে?’