আজকের জোকস : ১৪ ফেব্রুয়ারি, ২০২২
ঝগড়ার আগে স্বামীর করণীয়
অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বললেন—
স্বামী: শুরু হওয়ার আগে ভাতটা দাও, খেয়ে নিই।
স্ত্রী: ভাত বেড়ে দিলো।
স্বামী: শুরু হওয়ার আগে এক গ্লাস পানি দাও; বড্ড তেষ্টা পেয়েছে।
স্ত্রী: এই নাও পানি।
পানি পান করতে করতে স্বামী বিছানায় শুয়ে পড়লেন। তারপর বললেন—
স্বামী: শুরু হওয়ার আগে এক কাপ চা দাও না আমাকে।
স্ত্রী: অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা খালি অর্ডার করেই যাচ্ছ। নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর।
***
স্বামী-স্ত্রীর ঝগড়ার ফলাফল
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
শাকিব: তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া করিস?
জলিল: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
শাকিব: বলিস কী! তারপর?
জলিল: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’
***
কার স্ত্রী বেশি ভালো
প্রথম বন্ধু: আমার স্ত্রীর কোনো তুলনা নেই। চা খেতে গিয়ে আমার হাত থেকে কাপ পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সেটা নিয়ে সে এমনভাবে আঠা লাগিয়ে দিল যে বোঝারই উপায় নেই ওটা ভেঙেছিল।
দ্বিতীয় বন্ধু: একবার আমার প্যান্ট ছিঁড়ে গেল। আমার স্ত্রী এমনভাবে তা সেলাই করে দিল, দেখে বুঝতেই পারবে না ওটা কোনোকালে ছিঁড়ে গিয়েছিল।
তৃতীয় বন্ধু: আমার স্ত্রী আমার শার্টটা ধুয়ে দিয়েছে, তাকিয়ে দেখ, বোঝার উপায়ই নেই যে ওটা ধোয়া হয়েছে।