আজকের জোকস : ১৭ ফেব্রুয়ারি, ২০২২
তেলাপোকা আর বিবাহিত পুরুষের মধ্যে মিল
১ম ব্যক্তি: বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে মিল কোথায়?
২য় ব্যক্তি: দুটোকে দেখলেই মেয়েদের চিৎকার শুরু হয়ে যায়।
১ম ব্যক্তি: এবার তাহলে বলুন তো, তেলাপোকা আর বিবাহিত পুরুষের মাঝে পার্থক্য কোথায়?
২য় ব্যক্তি: মেয়েরা তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে। আর স্বামীকে দেখলে চিৎকার করে ভয় দেখানোর জন্য।
***
জীবনে সবচাইতে বড় বন্ধু কে?
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু : আমার স্ত্রী যার সঙ্গে পালিয়ে গেছে সে আমার সবচাইতে বড় বন্ধু।
২য় বন্ধু: তাই নাকি? লোকটা কি দেখতে খুবই সুন্দর?
১ম বন্ধু: কী জানি, জীবনে তাকে দেখি নি তো।
২য় বন্ধু: তাহলে তোর ভালো বন্ধু হলো কীভাবে?
১ম বন্ধু: সে আমার যে উপকার করলো। এটা কয়জনে করেছে আমার জন্য?
***
আজ ফাইনাল খেলা
নান্টু: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব! আমারে বাঁচান!
ডাক্তার: সমস্যা কী?
নান্টু: সমস্যা জটিল। চোখ বন্ধ করলেই দেখি ক্রিকেট খেলায় টাইগাররা হাইরা যাইতাছে।
ডাক্তার: সমস্যা নাই। আজ এই ট্যাবলেট ঘুমানোর আগে দুইটা খাবেন। এভাবে সাত দিন।
নান্টু: ডাক্তার সাব! আগামীকাল থেকে খাই?
ডাক্তার: কেন?
নান্টু: না, মানে। আজ তো ফাইনাল। যদি জিতে যায়।