আজকের জোকস : ১৯ ফেব্রুয়ারি, ২০২২
খুবই হাস্যকর দেখাচ্ছে
প্রথম বন্ধু: তুমি এটা কী বেল্ট পরেছ!
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: তোমাকে খুবই হাস্যকর দেখাচ্ছে।
দ্বিতীয় বন্ধু: বেল্টটা না পরলে বুঝতে আরও কত বেশি হাস্যকর লাগে।
****
পাঁচ কোন পাশে বসাবো
এক কম শিক্ষিত লোক শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেলেন।
লোক: স্যার, আমি পঞ্চান্ন কীভাবে লিখব?
শিক্ষক: দুইটা পাঁচ পাশাপাশি লিখলেই পঞ্চান্ন হয়।
কিছুক্ষণ পর শিক্ষক দেখলেন, লোকটি একটি পাঁচ লিখে বসে মাথা চুলকাচ্ছেন।
শিক্ষক: কী হলো?
লোক: মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না।
***
ওষুধের সাইড ইফেক্ট
এক বন্ধু ওষুধ খাওয়ার আগে ওষুধের চারপাশ কেটে নিচ্ছে-
প্রথম বন্ধু: কি রে, তুই ক্যাপসুলের এ রকম সাইড কেটে খাচ্ছিস কেন?
দ্বিতীয় বন্ধু: সাইড ইফেক্ট কমানোর জন্য।
****
শ্রেণিকক্ষে ছাত্রের কাণ্ড
শ্রেণিকক্ষে শিক্ষক যতক্ষণ ব্ল্যাকবোর্ডে লিখলেন, প্রথম বেঞ্চে বসা এক ছেলে মনোযোগ দিয়ে সব নোট খাতায় নিয়ে নিলো। কিন্তু যখন শিক্ষক ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছে ফেললেন; তখন সে-ও তার খাতার পাতাটি ছিঁড়ে ফেলে দিলো।