আজকের জোকস : ২২ ফেব্রুয়ারি, ২০২২
পুরোনো ট্রেনের পুরোনো টিকিট
সমীর ট্রেনে উঠেছে। একটু পর টিকিট চেকার এসে তার কাছে টিকিট দেখতে চাইল। সমীর পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলো।
টিকিট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শো-রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’
***
বাবার গোপন রহস্য
শিক্ষক: বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন?
ছটকু: কোনো টাকাই দেবেন না, স্যার।
শিক্ষক: গাধা! এখনো এই অঙ্কই জানো না?
ছটকু: আমি অঙ্ক জানি স্যার, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না!
***
হোম কোয়ারেন্টাইন কাটাচ্ছেন কক্সবাজার
ওসি: হ্যালো, মজনু সাহেব, আপনি কোথায়?
মজনু: জি স্যার, আমি হোম কুয়ারিন্টিনে
ওসি: আপনি ঘরের দরজাটা একটু খুলেন, একটু কথা বলে যাই। আমি আপনার বাসার সামনে।
সাদেক আলী: জ্বি ভাই, দরজার সামনে তো সমুদ্র-সৈকত! মানে...আমি তো ইয়ে...