আজকের জোকস : ২৩ ফেব্রুয়ারি, ২০২২
এটা রেল স্টেশন
এক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল। পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল—
মেয়ে: এইটা কোন স্টেশন?
কিন্তু হইচইয়ের কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে বিশ্রাম কক্ষে নিয়ে গেল। সেখানে নিয়ে আবার জিজ্ঞাসা করল—
মেয়ে:এইটা কোন স্টেশন?
লোকটি: রাগান্বিত হয়ে বললেন, একশ বার কইরা কইলাম যে, এইডা রেল স্টেশন। আপনে বিশ্বাসই করতাছেন না!
***
মেঘনা নদী কোথায় প্রবাহিত?
পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক—
শিক্ষক: বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: জমিনের ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র: স্যার, আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!
***
এক ভিক্ষুক পিচ্চি এক মেয়েকে বলছে—
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।
পিচ্চি: আমি বেটা না, বেটি।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটি।
পিচ্চি: আমার নাম স্বর্ণা।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে স্বর্ণা।
পিচ্চি: আমার পুরা নাম নাদিয়া শারমিন স্বর্ণা।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে নাদিয়া শারমিন স্বর্ণা।
পিচ্চি: হ্যাঁ, এখন ঠিক আছে! এবার মাফ করেন।