সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Dhaka Post Desk

ঢাকা কলেজ প্রতিবেদক

০৭ মার্চ ২০২২, ১২:২৬ এএম


সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এহসানুল ইসলাম রিজভী

মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজের স্নাতক শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম এহসানুল ইসলাম রিজভী ৷ তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার উপপরিদর্শক সুজিত কুমার সরকার ৷

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা এহসানুলকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আমরা খবর পেয়ে সাড়ে ৭টার দিকে হাসপাতালে গিয়ে তাকে মৃত পাই। রিজভী বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসে দুর্ঘটনার শিকার হন বলেও জানান তিনি। 

নিহত রিজভী ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ১১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। 

আরএইচটি/এইচকে

Link copied