আইইউবিএটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

Dhaka Post Desk

সংবাদ বিজ্ঞপ্তি

০৮ মার্চ ২০২২, ০৬:২৪ পিএম


আইইউবিএটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। 

আজ ৮ মার্চ বেলা ১১টায় ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবিএটি’র  উম্মুক্ত মিলানতয়নে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী।

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগীয় প্রধান অধ্যাপক মালেকা বেগম, অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, উপ-উপাচার্য (শিক্ষা) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তামান্না আহম্মেদ মোনায়েম। 

অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইউবিএটির  কৃষি অনুষদের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. ফারজানা সুলতানা।

আলোচনা অনুষ্ঠান শেষে আইইউবিএটির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এনএফ

Link copied