ইস্ট ওয়েস্টে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

নারীদের নিরাপত্তায় ঢাকার রাস্তায় আলো বাড়ানোর দাবি

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৮ মার্চ ২০২২, ০৭:৪৯ পিএম


নারীদের নিরাপত্তায় ঢাকার রাস্তায় আলো বাড়ানোর দাবি

বেশিরভাগ অপরাধ অন্ধকারেই ঘটে। তাই নারীদের নিরাপত্তায় রাজধানীর রাস্তা আরও আলোকিত করার দাবি উঠেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।   আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ‘জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমরো’। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।  

আলোচনায় বাংলাদেশের নারীদের অগ্রগতি ও প্রতিকূলতার বিষয়গুলো উঠে আসে। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রূপালী চৌধুরী বলেন, একটা মেয়েকে কোথাও কাজের জন্য পাঠাতে আমাদের এখনও তার নিরাপত্তার বিষয়ে চিন্তা করতে হয়। তিনি শহরের রাস্তাগুলোকে আরও আলোকিত করতে সরকারের প্রতি দাবি জানান। যুক্তি হিসেবে তিনি বলেন, বেশিরভাগ অপরাধ অন্ধকারেই ঘটে। 

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবসময়েই নারীদের জন্য সমান সুযোগ ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করে এসেছে। ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে। 

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এনএফ

Link copied