শনিবার ঢাবিতে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম প্রিমিয়ার লিগ (সিপিএল)।
‘বদ্দা হডে! হেডাম তাইলি আইয়্যু, খেইল্লুম!’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যাতে অংশ নেবে চট্টগ্রাম জেলার ১২টি উপজেলা।
উপজেলাগুলো হলো, সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালী, বোয়ালখালী, সাতকানিয়া-লোহাগাড়া, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও চট্টগ্রাম মহানগর। গত আসরে টিম সাতকানিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সীতাকুণ্ড।
আয়োজকরা বলেন, চট্টগ্রামের সব উপজেলার মধ্যে এ টুর্নামেন্ট সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। গতবারের চেয়েও জাঁকজমকপূর্ণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
গত সিজনের চ্যাম্পিয়ন সীতাকুণ্ড স্ম্যাশার্সের অধিনায়ক বোরহান উদ্দিন ফয়সাল বলেন, আমার টিম টানা দ্বিতীয়বারের মতো ট্রফি শিকারে মুখিয়ে আছে, চট্টগ্রামের ‘হেডামওয়ালা’ কে সেটা প্রমাণ করার জন্য। একটি সফল ও সুন্দর আয়োজন প্রত্যাশা করছি।
এইচআর/আরএইচ