ঢাবিতে কেন্দ্রীয় নাট্যোৎসব উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল অডিটরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যকার রামেন্দু মজুমদার, ঢাবির কোষাধ্যক্ষ মমতাজ উদ্দীন আহমেদ এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, 'মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনসহ বাঙালির সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখান থেকেই বাঙালির মুক্তি সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়েছে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে।
ঢাবি উপাচার্য বলেন, এই নাট্যোৎসব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একাডেমিক কার্যক্রমে একটি শক্তিশালী অংশ। এটি শক্তিশালী এ কারণে যে, এটি একটি পাবলিক অ্যাপিয়ারেন্স। সে কারণে আমরা বিষয়টিকে সবসময় বিশেষ গুরুত্ব সহকারে দেখতে চাই। আমরা সবসময় মুখিয়ে থাকি, কখন এই নাট্যোৎসব শুরু হবে। বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে বিভাগ আরও নতুন মাত্রা যোগ করবে বলে আমার প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, ১২ দিনব্যাপী নাট্যোৎসবের বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে এ বিভাগের জ্ঞানমুখী শিল্পচর্চা স্থানীয় ও বিশ্বজনীন জ্ঞান-প্রবাহে অভিষিক্ত হবে। এই নাট্যোৎসব এমন একটি সৃজনশীল কর্মে উদ্দীপ্ত হয়েছে যেখান থেকে ইতিবাচক ও উৎকর্ষময় মাত্রা পেতে পারে আমাদের শিল্প চেতনা।
এ সময় বিভাগের পক্ষ থেকে দেশের মঞ্চ নাটকে অবদানের জন্য বার্ষিক নাট্যোৎসবে প্রখ্যাত অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক উদ্যোক্তা রামেন্দু মজুমদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
১২ দিনব্যাপী এই উৎসবে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটমণ্ডল মিলনায়তনে বিভাগের শিক্ষকদের ২টি ও স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের ৭টিসহ মোট ৯টি নাটক প্রদর্শীত হবে।
এইচআর/এসকেডি