জবিতে ছাত্রজোটের প্রচারণায় ছাত্রলীগের হামলা, বিক্ষোভের ডাক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হরতালের প্রচারণা চালানোর সময় ছাত্রলীগের নেতারা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ দিকে হামলার প্রতিবাদে বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতারা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে হরতালের প্রচারকালে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজীর কর্মীরা ছাত্রজোটের নেতাকর্মীর ওপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, জবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা হরতালের প্রচারকালে ছাত্রলীগ কর্মীরা হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ্সহ ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, হামলা করে হরতাল প্রতিরোধ করা যাবে না। দ্রব্যমূল্যের ন্যায্যদাম ফেরাতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই হামলা শুধু অনাকাক্ষিতই নয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী।
হামলাকারীরা শাখা ছাত্রলীগের সভাপতির কর্মী বলে জানা গেছে। বিষয়টি অস্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে এসে সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছিল। এ সময় আমরা তাদের লিফলেট গুলো নিয়ে নিই। হামলার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে লিফলেট দিতে আসছিল এ নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়। আমার অফিসে তাদেরকে নিয়ে এসে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়েছি।
প্রসঙ্গত, ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডালসহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।
এমটি/আইএসএইচ