জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন ৩১ মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রকল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম এবং সংগঠনের মডারেটর ও নির্বাচন কমিশনার মেফতাহুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নির্বাচনে ১৫টি পদের জন্য আগামী ৩০ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।
এমটি/এনএফ