বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

২৮ মার্চ ২০২২, ০২:৪৪ পিএম


বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংখ্যা ও ভারসাম্যের দিকে দৃষ্টি দিতে হবে। ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়। ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করিয়ে আবাসন, খাবার ও ক্লাসরুম সংকট যেন না হয় সে দিকে নজর থাকতে হবে। শুধু ছাত্র ভর্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে।

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে 'বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে জানলে আমরা এ ভূখণ্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা জানব। আমরা সেই অতীতের ওপর ভিত্তি করে কোন ভবিষ্যৎ তৈরি করতে চাই, তার স্পষ্ট দিকনির্দেশনা পাব। তিনি কখনোই হঠকারী সিদ্ধান্তে যেতে চাননি৷  বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলা সবার মধ্যে সঞ্চারিত করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার রূপরেখাও তৈরি করে দিয়েছিলেন। ষড়যন্ত্র এখনো চলছে।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী, পঁচাত্তরের হত্যাকারী, ২০০১ থেকে ২০০৬ এর হত্যা, গ্রেনেড হামলাকারী একই অপশক্তি আমাদের বিরুদ্ধে, দেশ-স্বাধীনতা ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে, তার মাধ্যমে সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এমটি/এসকেডি

Link copied