এপিএল টি-১০ টুর্নামেন্টে সিএস চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী এআইইউবি প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ এআইইউবির মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিবিএ, মাস্টার্স, ইইই, কম্পিউটার সাইন্স, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবং শিক্ষক ও কর্মকতাদের সমন্বয়ে সর্বমোট ২০টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
ফাইনাল ম্যাচে সিএস চ্যালেঞ্জার্স বিজয়ী হয়। নারী বিভাগের ফাইনাল ম্যাচে বিজয়ী হয় ব্লু টাইগার্স। ম্যান অব দ্য ফাইনাল হিসাবে নির্বাচিত হন পাবেল। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন লিসান, সেরা বোলার হিসাবে নির্বাচিত হন রিফাত। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তোফায়েল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে ট্রফি-পুরস্কার বিতরণ করেন। এ সময় এআইইউবির শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডুকেশন পার্টনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। জাতীয় পর্যায়ের ৩৭ জন ক্রিকেটার এআইইউবির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছে। এদের মধ্যে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, লিটন দাস, আফিফ হোসেন, আকবর আলী, সাব্বির রহমান উল্লেখযোগ্য।
আরএইচ