ঢাবি ভিসির সাথে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাক্ষাৎ

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ডেপুটি অ্যাসোসিয়েট ডিন ড. টম পাওয়ারের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের অপর সদস্য হলেন একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. ক্লেয়ার হেজেস। এসময় ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। করোনা পরিস্থিতিতে স্মার্ট ডিভাইসের মাধ্যমে অনলাইনে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়েও তারা মত বিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এইচআর/এনএফ-এনএস