অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ ছাত্রলীগের নেতৃত্বে সনি-প্রভাতী

বাংলাদেশ ছাত্রলীগ, গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (সাবেক হোম ইকোনোমিক্স) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য ২৮ সদস্যদের কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে শারমিন সুলতানা সনি ও সাধারণ সম্পাদক হিসেবে আকলিমা আক্তার প্রভাতীর নাম ঘোষণা করা হয়। অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে ১৩ জনের নাম অনুমোদন দেওয়া হয়। তারা হলেন— ডলি মারমা, নুসরাত শারমিন ঐশী, পপি খাতুন, আফরোজা ইয়াসমিন ঝুমা, সায়িমা মাহবুব বৃষ্টি, শায়লা আক্তার সেতু, বীথি দত্ত, মায়িশা ফারজানা রুহি, জাফরীন আক্তার ঝুঁই, আয়েশা সিদ্দিকা, মৌসুমী, সুমাইয়া শান্তা ও জিনাত সুলতানা প্রিয়া।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন পাঁচ জন। তারা হলেন— মেহেবুবা আফসানা, প্রান্তি দত্ত স্নিগ্ধা, মায়শা ফারজানা মিম, সাবরিনা রহমান চৈতি ও সিলভানা ফাতিমা অন্তি।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ছয় জন। তারা হলেন— ইসরাত জাহান মিষ্টি, নোশিন শাইয়ারা পার্মি, নিশাত তাসনিম বুশরা, রাহাতুল জান্নাত, মাহবুবা ফুর্তি, তৌহিদা স্বাধীন।
এছাড়া দুই জনকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। তারা হলেন— কানিজ ফাতিমা সোনিয়া ও ফারহানা নাসরিন।
আরএইচটি/এসএসএইচ