নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও কলাভবন কেন্দ্রের প্রধান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
দেশের ১০০টি প্রতিষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারিতে আসন সংখ্যা চার হাজার ৯৮০টি। এরমধ্যে বিএসসি ইন নার্সিংয়ে আসন রয়েছে এক হাজার ২০০টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন সংখ্যা দুই হাজার ৭৩০টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে এক হাজার ৫০টি আসন।
নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের আসন সংখ্যা মাত্র ১০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ। এছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোনো ছাত্র পরীক্ষা দিতে পারবেন না।
এইচআর/এনএফ