বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের কমিটি গঠন

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকেলে বিষয়টি জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন।
তিনি বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনের পর সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ঐক্যবদ্ধ করতে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজেও ইউনিট গঠন করা হয়েছে৷
ইউনিটের নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিললুর রহমান, যুগ্ম-সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ।
এছাড়াও ২৬ জনকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পুরঞ্জয় বিশ্বাস, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফেরদৌসী আমিন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শরীফা সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পারভীন সুলতানা হায়দার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুন নাহার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত আলী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা ইয়াছমিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আকতারুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুক্তা সাহা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সানিউল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল করিম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নিগার পারভীন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার মুনমুন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন আক্তার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শামিম আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক সুব্রত কুমার দাস, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সামাদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শান্তুনু হাসান ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রফিক আহমেদ।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সুবিধা অসুবিধাসহ নানা প্রয়োজনে সরকারি কলেজে এ ধরনের ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মামুনুর রশীদ। তিনি বলেন, দীর্ঘদিনের অচলাবস্থার পর বিসিএস শিক্ষা সমিতির নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের গতিশীলতা ফিরে এসেছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে সরকারি কলেজগুলোতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজন। প্রত্যাশা করছি, প্রতিটি কলেজে গঠিত সকল ইউনিটের সদস্যরা অন্যান্য সহকর্মীদের পরামর্শে শিক্ষা ক্যাডারের সার্বিক উন্নয়নের কাজ করবেন।
আরএইচটি/এসকেডি