ঢাবির আইবিএর পুনর্মিলনী ১৭ জুন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

০৮ জুন ২০২২, ০৭:২৬ পিএম


ঢাবির আইবিএর পুনর্মিলনী ১৭ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। ১৭ জুন (শুক্রবার) পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।

আইবিএর ওয়েবসাইটে বলা হয়েছে, আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে জনপ্রতি ২ হাজার টাকা। আগ্রহীদের ১০ জুনের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে। 

আবেদন করতে এখানে ক্লিক করুন

এতে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এমবিএ, বিবিএ, ইএমবিএ এবং ডিবিএ গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।

আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিট প্রিন্ট করতে হবে। টিকিটটি নিয়ে ৮ থেকে ১৪ জুনের মধ্যে আইবিএ অফিসের ৪১১ নম্বর কক্ষ থেকে এন্ট্রি ব্যাজ সংগ্রহ করতে হবে। সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো সময় ব্যাজ সংগ্রহ করা যাবে। তবে অনুষ্ঠানের দিন নিবন্ধন বা ব্যাজ দেওয়ার সুযোগ নেই।

এইচআর/আইএসএইচ

Link copied