কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবি ঢাকা কলেজ শিক্ষকদের
সরকারি কলেজগুলোতে নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম চালাতে নিরাপদ সুন্দর পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছেন রাজধানীর ঢাকা কলেজের শিক্ষকরা।
রোববার (১২ জুন) ঢাকা কলেজের মূল ফটকের সামনে এক ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধনে তারা এই দাবি জানান।
মূলত ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা, কটূক্তি এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, শিক্ষকদের কাজ রাজপথে নয়, তাদের কাজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছাত্র নামধারী সন্ত্রাসীরা নানাভাবে সরকারি কলেজের শিক্ষকদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি থেকে শুরু করে নিয়ম বহির্ভূত আচরণ করছেন। আর এসব ঘটনায় যথাযথ বিচার না হওয়ার কারণে সারাদেশে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক।
এছাড়া ময়মনসিংহের সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিললুর রহমান বলেন, সরকারি কলেজগুলোতে বরাবরই ছাত্র নামধারী সন্ত্রাসীরা সাধারণ শিক্ষকদের নানা ভাবে অপমান অপদস্থ করে থাকেন। তারা রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে অন্যায় আবদার করেন। তাদের এসব অন্যায় আবদার মেনে না নিলেই শিক্ষকদের হয়রানি শুরু করেন। এমন আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। গফরগাঁও সরকারি কলেজের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি দিয়ে শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হবেন।
কর্মবিরতি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের সভাপতি অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন। তিনি বলেন, গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের অপমানিত অপদস্থ করে গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষাঙ্গনে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জানমালের হেফাজতের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখার দায়িত্ব সরকারের। এটি শতভাগ নিশ্চিত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের যুগ্ম-সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদারসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্নাতক এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের ফি কমানোকে কেন্দ্র করে গত ৮ ও ৯ জুন শিক্ষকদের মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
আরএইচটি/আইএসএইচ