গবেষণা জালিয়াতি চিহ্নিতকরণের সফটওয়্যার নির্মাণ করছে ঢাবি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

১৬ জুন ২০২২, ০৭:২৬ পিএম


গবেষণা জালিয়াতি চিহ্নিতকরণের সফটওয়্যার নির্মাণ করছে ঢাবি

গবেষণাপত্র জালিয়াতি চিহ্নিতকরণের জন্য টার্নিটিন সফটওয়্যারের অনুকরণে একটি সফটওয়্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া, গবেষণাপত্রের মৌলিকত্ব ও গুণগত মান সমুন্নত রাখতে প্লেজারিজম পলিসি প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে
এসব কথা জানান সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, গবেষণাপত্রের মৌলিকত্ব ও গুণগত মান সমুন্নত রাখতে প্লেজারিজম পলিসি প্রণয়ন প্রায় চূড়ান্ত। বাংলা ভাষায় রচিত গবেষণাপত্র বা থিসিসের সিমিলারিটি ইনডেক্স চিহ্নিত করার জন্য টার্নিটিন সফটওয়্যার অনুকরণে একটি সফটওয়্যার বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক দ্রুত প্রণয়ন করতে পারবেন বলে আশা রাখি।

তিনি আরও বলেন, এই সফটওয়্যারটি বাংলা ভাষায় রচিত গবেষণাকর্মে তথ্য জালিয়াতি শনাক্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনন্য অবদান হিসেবে বিবেচিত হবে।

এর আগে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত ও ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এইচআর/আইএসএইচ

Link copied