এআইইউবিতে চার দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) চার দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ‘এআইইউবি চ্যাম্পিয়নস লিগ ২০২২’ শুরু হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুরের দিকে এআইইউবি ক্যাম্পাসের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ফ্যাকাল্টি বা কর্মকর্তাদের সমন্বয়ে সর্বমোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী ৬ জুলাই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইএসএইচ
