শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শাবি

২৬ জুলাই ২০২২, ০৫:৪৬ পিএম


শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

ক্যাম্পাসের অভ্যন্তরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। গতকাল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল সংলগ্ন গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক আমাদের জন্য। কীভাবে এবং কী কারণে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের অজানা। আমরা এ ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার জন্য এ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যারা হলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

জুবায়েদুল হক রবিন/আরআই

Link copied