শাবিতে সপ্তাহে একদিন গাড়ি বন্ধ ও অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবি

১১ আগস্ট ২০২২, ০৭:১৯ পিএম


শাবিতে সপ্তাহে একদিন গাড়ি বন্ধ ও অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস এবং একদিন বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ে শতকরা বিশভাগ জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে এবং অন্য চারদিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তী কার্য সপ্তাহের বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পরিবহন প্রতি বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ থাকবে এবং অন্যান্য দিনেও কিছু পরিবহন সেবা কিছুটা হ্রাস করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানানো হয় এতে।

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আন্তার্জাতিক সমস্যার কারণে সৃষ্ট জাতীয় এ সমস্যায় আমরা দেশবাসীর পাশে থাকতে চাই। আমাদেরকে দেশপ্রেমের সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ বিশ্ববিদ্যালয় করোনা মহামারিতে ক্যাম্পাসে করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেশের মানুষের পাশে ছিল। এবারও বিশভাগ জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয় করে তাদের পাশে থাকব। তবে কোনো কিছুতেই যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয় সেই ব্যাপারে সজাগ থাকার জন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

জুবায়েদুল হক রবিন/এমএএস

Link copied