ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৬ আগস্ট ২০২২, ০১:২৫ পিএম


ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনা. (অব.) ডা. মো. আজিজুল ইসলাম শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শোক দিবস উপলক্ষে কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে কলেজ গ্যালারিতে জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে কলেজ ছাত্রী নিসাত তাবাচ্ছুম, কলেজের সচিব সৈয়দ বজরুল আহসান, শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডা. উম্মে শাহনাজ পারভীন, অধ্যাপক ডা. কর্নেল (অব.) মীর আজিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল গনি, অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. রওশন আরা খানম, অধ্যাপক ব্রিগে. জেনা. (অব.) ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক ডা. শেখর ভট্টাচার্য্য ও উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম বক্তব্য রাখেন।

dhaka post

বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা উপস্থিত সবার কাছে তুলে ধরেন। তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও সব শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বাংলাদেশ নামক ভূখণ্ড অর্জনের জন্য জাতির পিতার ত্যাগ ও নিরলস প্রচেষ্টার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে এই বাংলাদেশ, এই মানচিত্র, এই ভূখণ্ড স্বাধীন হতে পারত না।

অধ্যক্ষ শোককে শক্তিতে পরিণত করে সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অন্তর থেকে কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি মেডিকেল ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

পরে আজিজুল ইসলাম জাতীয় শোক দিবস সম্পর্কিত রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।

এমএইচএস

Link copied