ইউল্যাবে শেষ হলো মোবাইলে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ আগস্ট ২০২২, ০৮:১৪ পিএম


ইউল্যাবে শেষ হলো মোবাইলে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

মোবাইল ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের ওপর চার দিনব্যাপী কর্মশালা আজ শনিবার (২০ আগস্ট) শেষ হয়েছে। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এ আয়োজন করে। 

কর্মশালার মধ্য দিয়ে তরুণদের ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরির মৌলিক বিষয়গুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। এর পাশাপাশি মোবাইলে চলচ্চিত্র নির্মাণের অপার সম্ভাবনা তুলে ধরা হয়। 

বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন স্কুলশিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। ডিআইএমএফএফের সোশ্যাল অ্যাফেয়ার্স ম্যানেজার রায়হান কবির শুভ্র, ক্রিয়েটিভ ম্যানেজার মাহমুদুল হাসান সজিব, কনটেন্ট ম্যানেজার হোসাইন আহমেদ হাসিবুল হক, সাবমিশন ম্যানেজার শিবাশিস বাগচী অনিক এবং পাবলিক রিলেশনস ম্যানেজার নুজহাত ফাইরুজ নবনী এই কর্মশালার সমন্বয় করেন। 

কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন ডিআইএমএফএফের প্রশিক্ষক জাহিদ গগন।

এমএ

Link copied