ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির স্মরণে দোয়া মাহফিল

ঢাকা কলেজ ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকা কলেজে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (২৩ আগস্ট) আসরের নামাজের পর ঢাকা কলেজের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।
দোয়া মাহফিলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তারেক কায়কোবাদ বলেন, একজন প্রকৃত ছাত্রনেতার মধ্যে যেসব গুনাবলী থাকার দরকার তার সবকিছুই ছিল সাইদুল ইসলাম খান পলের মধ্যে। আমরা একসাথে প্রায় ৪০ বছর রাজনীতিতে ছিলাম ৷ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যে রাজনীতির পথচলা তার শুরু হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত সেই আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি৷
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আওয়াল শামীম বলেন, আমরা একসাথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলাম ৷ আমাদের এক সাথে অনেক স্মৃতি আছে ৷ দলের দুঃসময়ে তিনি ছাত্রলীগে নেতৃত্ব দিয়েছেন। সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করে গেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ প্রফেসর এ. টি. এম মইনুল হোসেন, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সৈয়দ কামরুল আহসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাব্বির, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত হোসেন বাদল, ফুয়াদ হাসান পল্লব, সাবেক আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।
আরএইচটি/এনএফ