রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক সেলিনা আখতার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম


রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক সেলিনা আখতার

অডিও শুনুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য।

চার বছরের জন্য তাকে রাবিপ্রবির উপাচার্য নিয়োগ দিয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের অনুমোদনক্রমে অধ্যাপক ড. সেলিনা আখতারকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগ করা হলো। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, প্রথম উপাচার্যের অবসরের পরে মাত্র ৭ মাসের মাথায় নতুন উপাচার্য পেল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এএজে/এমএ

Link copied