সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১৮ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কলেজগুলোর অধ্যক্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর থেকে ১ম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর ৩য় এবং শেষ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ অক্টোবরের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে সব শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
তিন ধাপে সব আসন পূর্ণ করে শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়ন দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, মনোনয়ন তালিকা প্রকাশের পর নির্ধারিত তারিখের মধ্যে টাকা অনলাইনে জমা না করলে শিক্ষার্থীর আসনটি শুন্য ঘোষণা করে মেধাক্রম অনুযায়ী পরবর্তী মনোনয়ন দেওয়া হয়েছে। ৩য় মনোনয়নটিও দ্বিতীয় বার মনোনীত শিক্ষার্থীদের মধ্যে যারা টাকা জমা দেয়নি তাদের আসনের বিপরীতে দেওয়া হবে। আর ভর্তি নিশ্চিত করতে যে টাকা শিক্ষার্থীরা জমা দিচ্ছেন তা অগ্রিম হিসেবে গণ্য হবে এবং চূড়ান্তভাবে মনোনীত কলেজের নির্ধারিত ফি এর সঙ্গে সমন্বয় করা হবে।
এছাড়াও চূড়ান্তভাবে (তৃতীয়) মনোনয়নের বিষয়ে তিনি বলেন, শেষ মনোনয়নে মনোনীত শিক্ষার্থীরা কলেজ ও বিষয়ে ভর্তির অবশিষ্ট টাকা অনলাইনে জমা করে ১৬-২৫ অক্টোবর নিজ নিজ মনোনীত কলেজে টাকা জমার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এই মনোনয়ন তালিকায় শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
এর আগে, গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯৭০৩টি।
তবে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলোশুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।
আরএইচটি/জেডএস