শিক্ষাকে বাস্তবমুখী-অংশগ্রহণমূলক করতে হবে : ড. লরেন্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের আয়োজনে ‘হেজিমনি ইন ইএলটি ইন অ্যা সোশ্যিও-ক্রিটিক্যাল এজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. লরেন্স. এন. বার্লিন।
তিনি বলেন, ইএলটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের যে সব পদ্ধতি শেখানো হয় এবং প্রকৃতপক্ষে শ্রেণীকক্ষে যেভাবে পাঠদান করা হয়— এ দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক করার বিষয়ে জোর দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড কামালউদ্দিন আহমেদ অধ্যাপক ড. লরেন্স এন বার্লিন কে সেমিনারে স্বাগত জানান এবং বাংলাদেশের শিক্ষার কারিকুলাম নিয়ে বার্লিনের গবেষণার ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মমিন উদ্দীনের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন ড. মো. আবু জাফর এবং সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ।
এ ছাড়াও সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষক ও বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএল/আরএইচ