ফের নারী কেলেঙ্কারির অভিযোগ জবি ছাত্রলীগের বিরুদ্ধে

নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় স্থগিত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কমিটি। এরই মধ্যে আবার একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ খোদ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
সম্প্রতি একটি অডিওতে জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজির কুকর্মের বিষয়ে মুখ খুলেছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্য-রহস্যের সৃষ্টি করেছে। যদি বিষয়টি অস্বীকার করেছেন মুন্নি নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে মুন্নি আক্তার বলছেন, ‘এজন্যই তো বলতেছি ম্যানার কাকে বলে কিছুই জানে না। এরাই আবার জাতীর কর্ণধার। মানে আগামী দিনের কর্ণধার। একদম ফালতু প্রেসিডেন্ট। জগন্নাথের এই ফালতু প্রেসিডেন্ট দিনে-রাইতে নারীদের ভিডিও কল দিয়ে দেয়, মানে আর কী বলব! রাজনীতিটাই নষ্ট করে ফেলেছে। এখন সবাই মনে করে সবাই নেতা। কর্মীরাও মনে করে আমিই নেতা।’
কিন্তু কোন বিষয়কে কেন্দ্র করে কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্নি এ কথা বলছিলেন বা কেন বলছিলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ কণ্ঠ আমার না। আমি এমন কিছু বলিনি। কেউ গুজব ছড়াচ্ছে। একটি নম্বর থেকে ইব্রাহিম ভাইকেও একই অডিও দিয়ে টাকা চেয়েছে।’
এ বিষয়ে শাখা সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘আমি কখনও এমন কাজ করিনি। কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকলে সে বলুক। একটি নম্বর থেকে আমাকে অডিও পাঠিয়ে ভাইরালের হুমকি দিয়ে টাকা দাবি করেছে। আমি থানায় জিডি করেছি।’
তবে জিডির কপি চাইলে তিনি অসম্মতি জানান।
এর আগে কমিটি স্থগিতের দিনই সাধারণ সম্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে মুখ খোলেন আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী। তিনি আক্তারের বিরুদ্ধে নারী কর্মীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই নানা অভিযোগে জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এমএল/এমএইচএস