ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা বাতিল এবং নবম পে-স্কেল বাস্তবায়ন ও বাস্তবায়নের আগ পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মূল ফটকের সামনে তারা মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, আমাদের বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন না হওয়া পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। আমাদের যে বেতন কাঠামো তা আমাদের সংসার চালানার জন্য যথেষ্ট না। দিন দিন নিত্য পণ্যের দাম বৃদ্ধির সাথে আমাদের জীবন কাঠামো মিলছে না। বাজার করতে গেলে আমাদের বার বার টাকার কথা চিন্তা করতে হয়।
প্রধানমন্ত্রী কাছে আবেদন করে তারা বলেন, অতিদ্রুত আমাদের বেতন কাঠামো বাস্তবায়ন করা হোক। তা না হয় আমাদের স্ত্রী সন্তান নিয়ে পথে বসতে হবে।
এছাড়াও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবে বলে জানান।
জুবায়ের জিসান/আরকে