ঢাকা কলেজে ৫৩তম সমাবর্তনের গাউন বিতরণ শুরু

আর মাত্র একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে মূল আনুষ্ঠানিকতা। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
ঢাবি অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে রাজধানীর ঢাকা কলেজের ৭১৩ জন গ্র্যাজুয়েটও অনুষ্ঠানে অংশ নেবেন। তাই বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কলেজে শুরু হয়েছে সমাবর্তনের গাউন, টুপি ও আমন্ত্রণ পত্র বিতরণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসব উপকরণ। কস্টিউম পেতে লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায়। তবে সমাবর্তনে অল্প সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের ফলে তেমন আমেজ পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন অনেকে।
অপরদিকে শুধু ঢাকা কলেজই নয় বরং বাকি ছয়টি কলেজও আজ ও আগামীকাল কস্টিউম বিতরণ করা হবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে সমাবর্তনের কস্টিউম তুলে দেওয়া হচ্ছে। যতটুকু জানতে পেরেছি বাকি ছয়টি কলেজেও সুন্দর পরিবেশে কস্টিউম বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে আসছেন এবং গাউন সংগ্রহ করছেন।
এছাড়াও সমাবর্তন স্যুভেনির (ব্যাগ ও মগ) একাডেমিক কস্টিউম নির্ধারিত স্থানে ফেরত দেওয়ার সময় প্রদান করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, ৫৩তম সমাবর্তনে অংশ নেবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
আর অধিভুক্ত সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন। ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্র্যাজুয়েটরা (১ নম্বর ভেন্যু) ঢাকা কলেজ ক্যাম্পাসে এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা (২ নম্বর ভেন্যু) ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সমাবর্তনের অনুষ্ঠানে এলইডি স্ক্রিনে ডিজিটাল পদ্ধতিতে অংশ নিবেন।
এর আগে দুপুরে ঢাকা কলেজ ভেন্যু ঘুরে সমাবর্তনের প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সমাবর্তনের আয়োজন এগিয়ে চলছে। এটি খুবই আনন্দের যে এই মুহূর্তে আমরা উল্লেখযোগ্য সংখ্যক সহকর্মী ও ঢাকা কলেজের শিক্ষক, উপাধ্যক্ষ ও অধ্যক্ষসহ সবাই এখানে উপস্থিত আছি। অনেক শিক্ষার্থীরাও এখানে রয়েছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো দৃষ্টান্ত।
আরএইচটি/এসকেডি