ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ বড় পর্দায় দেখবেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ বড় পর্দায় উপভোগ করবেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় নেইমার, ডি সিলভার দল মাঠে নামতে যাচ্ছেন। ১ম পর্বের এই ম্যাচে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্রাজিল সমর্থকরা। সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের খেলার অতীত ইতিহাস পর্যালোচনা করে বেশ উচ্ছ্বসিতও তারা। জার্সি পরে অপেক্ষা করছেন নেইমারের অসাধারণ ড্রিবলিং নৈপুণ্য দেখতে।
আর্জেন্টাইন সমর্থকরা ইতোমধ্যেই পক্ষ নিয়েছেন সার্বিয়ার। ব্রাজিলের বড় ধরনের পরাজয় প্রত্যাশা করছেন তারা। তাই উভয়পক্ষের তর্কবিতর্কে সরগরম পুরো আবাসিক এলাকা।
সরেজমিনে কলেজের আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা কলেজের আইসিটি বিভাগের সহায়তায় হল মাঠে পশ্চিম ছাত্রাবাসের সামনে টানানো হয়েছে পর্দা, লাগানো হয়েছে প্রজেক্টর ও সাউন্ড বক্স। নির্ধারিত সময়ের আগেই পুরো মাঠ পরিপূর্ণ সমর্থকদের ভিড়ে। কোন দল জিতবে শেষ সময়ে সেই তর্কই করতে দেখা যায় কয়েকজনকে।
ব্রাজিল সমর্থক তারেক আজিজ সুমন বলেন, আজ যে ব্রাজিল জিতবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা শুধু খেলার অপেক্ষায় আছি। সার্বিয়া আজ বড় ব্যবধানে হারবে। দলের তারকা ফুটবলার নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের খেলার সামনে কেউ টিকবে না। এছাড়া ব্রাজিলের মাঝ মাঠও গেল বিশ্বকাপ থেকে শক্তিশালী। তাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা।
সার্বিয়া ছোট দল হিসেবে ব্রাজিল এ যাত্রায় উতরে গেলেও বিশ্বকাপে যেকোনো মুহূর্তে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন আর্জেন্টিনার সমর্থক মো. জুয়েল মৃধা। তিনি বলেন, গত ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ায় অনেক ট্রল সহ্য করতে হয়েছে। আজ দেখি কি অবস্থা হয়।
পরিসংখ্যান বলছে, ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারের মুখ দেখেনি ব্রাজিল। অন্যদিকে সার্বিয়া বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। তাছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকেও একাদশে না থাকার সম্ভাবনাই বেশি। তবে কোন কৌশলে লড়বে নেইমাররা সেটি নিশ্চিতভাবে দলের কেউই জানায়নি। ধারণা করা হচ্ছে আক্রমণাত্মক ফুটবলই খেলবে ব্রাজিল।
আরএইচটি/এসএসএইচ