জয়ের জন্য উন্মুখ পুরান ঢাকার ব্রাজিল সমর্থকরা

ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। ম্যাচ ঘিরে খেলা শুরুর আগেই উৎসবের আমেজে মেতে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার সমার্থকরা।
বুধবার (২৪ নভেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার প্রায় প্রতিটি গলিতে ছোট-বড় সবাই টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখতে অপেক্ষায় আছেন।
ব্রাজিল সমার্থরা বলছেন, আজ ৩-০ গোলে সার্বিয়ার সঙ্গে জয়লাভ করে আর্জেন্টিনা-জার্মান সমার্থকদের মুখে চুন কালি মেখে দেবেন।

ব্রাজিল সমর্থক রেজওয়ান সীমান্ত বলেন, আমি ব্রাজিল সমর্থক হিসেবে জয়ের জন্য মুখিয়ে আছি। নিন্দুকেরা চাইছে আমরা আজ হেরে যাব। কিন্তু সে আশা গুড়ে বালি করে দেবে সেলে সাও-এর দল। শুধু আজই জিতবে তা নয়, র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল এবার কাপও নেবে। সে বিষয়ে আমরা আশাবাদী।
পুরান ঢাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আমার প্রিয় দল ব্রাজিল এবার দুর্দান্ত একটি টিম হয়েছে। গোলরক্ষক থেকে স্ট্রাইকার, মিড ফিল্ডার এবং ডিফেন্স তো রয়েছে। আশা করি, আমরা একটা জয় নিয়েই বাসায় ফিরতে পারব।
এমএল/এসএসএইচ