সড়কে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

০৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ এএম


সড়কে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মাহির শাহরিয়ার বাসের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিরের বন্ধুরা জানায়, রোববার একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার ও আরেকজন যাচ্ছিলেন। সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে বাস ওভারটেক করতে গেলে বাস ডানে চাপিয়ে দেয়। পরে মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মো. মাহির শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

এদিকে শাহরিয়ারের মৃত্যুতে ঢাবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে অসাধারণ ছিলেন বলে জানান তার বন্ধু ও সহপাঠীরা।

/এইচআর/এসএসএইচ/

Link copied