জবির স্নাতকে চূড়ান্ত ভর্তি শুরু

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম


জবির স্নাতকে চূড়ান্ত ভর্তি শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ। ভর্তি কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২২ জানুয়ারি।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগের  জন্য ৭ হাজার ৪০০ টাকা, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ৫ হাজার ৪০০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর জন্য ৫ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে। 

এর আগে প্রাথমিক ভর্তি নিশ্চিতের জন্য শিক্ষার্থীরা ৫ হাজার টাকা জমা দেয়। তবে এ ভর্তি কার্যক্রম বিশেষায়িত ৪টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

এমএল/এনএফ

Link copied