জবিতে রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন

বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২তম রসায়ন অলিম্পিয়াডের এবারের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ভার্চুয়াল মাধ্যমে অলিম্পিয়াডের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারর অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের রসায়ন সমিতির সভাপতি মো. রাজিউর রহমান মল্লিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুন্নাহার। অনুষ্ঠানটির ভোট অব থ্যাংকস জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ১২তম রসায়ন বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২১-এর সহ-আহবায়ক অধ্যাপক ড. এ কে এম লুৎফুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক। ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২১ সমগ্র বাংলাদেশের এইচএসসি এবং এ-লেভেলের মোট ৬৭৬ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে শনিবার থেকে প্রিলিমিনারি রাউন্ডে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমএল/এফকে