ছুটির মধ্যেও ইবিতে পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১১ দিনের শীতকালীন ছুটি শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে করোনার কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা চলবে।
বুধবার (২৩ ডিসম্বের) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উপাচার্য স্যার ছুটির মধ্যেও রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা চালানোর মৌখিক অনুমতি দিয়েছেন। বিভাগগুলো চাইলে ছুটির মধ্যেও রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে পারবে। ১১ দিনের শীতের ছুটি শেষে যথারীতি আগামী ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
আরএআর