ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

 ঢাবি

২১ জানুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম


ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ। শনিবার গণমাধ্যামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামানাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) কার্যকরী পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৮ জুন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একই তারিখ ও একই সভায় ডুপডার ২১ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটিকে পরবর্তী ছয় মাসের মধ্যে ডুপডার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সর্ব সম্মতিক্রমে ডুপডার ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী পদাধিকার বলে সভাপতি হিসেবে নির্বাচিত হন। মামনুর আহমেদ, জাহিদুজ্জামান টোকন, মো. ফখরুল আলম অধ্যাপক, ড. জসীম উদ্দিন এবং অধ্যাপক আ খ ম ইউনুস সহ-সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শাহ্ মো. আসাদ উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান ও মো. আবুল কালাম আজাদ, ট্রেজারার পদে অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে মুহা. আখতারুজ্জামান নির্বাচিত হন। এছাড়াও এ কমিটিতে আরও ৫ জন সম্পাদক, ৯ জন সহ-সম্পাদক, ৩০ জন নির্বাহী সদস্য এবং ২৫ জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

এইচআর/এসকেডি

Link copied