জবির তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর ওপর থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬১তম সিদ্ধান্ত যা ৯১তম সিন্ডিকেট সভায় উক্ত তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার অনুমোদিত হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. খায়রুল ইসলাম ও মফিজুল্লাহ এবং সংগীত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের আল মামুন রিপন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের একই ব্যাচ ও বিভাগের তামান্না সুলতানা নামের এক ছাত্রীকে মুজিব মঞ্চে চড় মারায় খায়রুল ইসলাম ও মফিজুল্লাহকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। সেই ছাত্রী অভিযোগ তুলে নেওয়ায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া সংগীত বিভাগের শিক্ষার্থী আল মামুন রিপনকে গত বছরের ২৫ মার্চ শিবির সন্দেহে পুলিশ গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের থেকে তাকেসহ আরও ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। এখন তিনি জামিন নিয়ে বাইরে থাকায় তার পড়াশোনার জন্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে ৯০তম সিন্ডিকেটে বাকিদের ওপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এমএল/ওএফ