বইমেলায় জবি শিক্ষার্থী সোহাগের ‌‘স্কলারস’

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৫ এএম


বইমেলায় জবি শিক্ষার্থী সোহাগের ‌‘স্কলারস’

অমর একুশে বইমেলায় পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ ঘোষের লেখা উপন্যাস ‘স্কলারস’। 

উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের শিক্ষা ও শিক্ষার্থীদের মনন জগতের চিন্তাসমূহ। লেখাপড়া, গবেষণা বাদ দিয়েই কেটে যায় অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন। তারপর সরকারি চাকরি নামক সোনার হরিণের পিছে ছুটতে গিয়ে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতার কথা। ভুলে যায় বিশুদ্ধ জ্ঞানের চর্চা। কিন্তু ‘দীপ্ত’ নামক চরিত্রটি সে স্রোতে গা ভাসিয়ে দেয়নি।

উপন্যাসে দীপ্ত নিজেকে শিল্পী হিসেবে দাবি করে। কিন্তু শিল্পীর যে স্বাধীনতা তা সে পায় না। মেস লাইফের নানান অপ্রয়োজনের ঘূর্ণিপাকে অতিষ্ঠ জীবন, চারপাশের পরিবেশের নানান অনিয়ম তাকে প্রভাবিত করে। এভাবেই দীপ্ত চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে সোহাগ ঘোষ।

সোহাগ ঘোষ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত। গণিত বিভাগে পড়াশোনা করলেও বাংলা ভাষা সাহিত্য ও ইতিহাস নিয়ে প্রবল আগ্রহ তার।  

ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশক খন্দকার সোহেল বলেন, ‘একজন তরুণ ও নবীন লেখক হিসেবে সোহাগ ঘোষের স্কলারস বইটি আমার অনেক ভালো লেগেছে বলেই প্রকাশ করেছি।  

বইটির লেখক সোহাগ ঘোষ ঢাকা পোস্টকে বলেন, বইটি সহজ সাবলীল ভাষায় লেখার কারণে সহজেই পাঠককে আনন্দ দিতে সক্ষম হবে। আমি আরও তিনটি বই নিয়ে কাজ করছি শিগগিরই সেগুলোর কাজ শেষ হবে। 

‘স্কলারস’ বইটি প্রকাশিত হচ্ছে ভাষাচিত্র প্রকাশনী থেকে। বইমেলায় প্যাভিলিয়ন ৩২ থেকে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম এবং বইটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা। 

এমএল/এসকেডি

Link copied