মানারাতে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ট্রাস্টি বোর্ডের আলোচনা সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আতিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য, দশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে কেউ দাবিয়ে রাখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, শুধু দেশে নয়, বিশ্বের মধ্যে এ বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের আশ্বস্ত করেন বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারী অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন ও সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির (এস.আই.এস) নির্বাহী পরিচালক জনাব মিহির কান্তি ঘোষাল।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ১৬(৮) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দূরীকরণসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এমএম/এমজে