ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঙ্গাঋদ্ধি প্রকাশনার জন্য লেখা আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সাহিত্য চর্চার মুখপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী 'গঙ্গাঋদ্ধি'-র দ্বিতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান যেকোনো শিক্ষার্থী ওই সাময়িকীতে লেখা পাঠাতে পারবেন। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা ভাষায় রচিত অপ্রকাশিত সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহকে উপজীব্য করে সৃজনশীল মৌলিক লেখা প্রকাশের জন্য বিবেচিত হবে। শিল্প সাহিত্যের বিখ্যাত ব্যক্তিবর্গ যারা সাম্প্রতিক সময়ে প্রয়াত হয়েছেন তাদের নিয়ে প্রবন্ধ নিবন্ধ প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, জনজীবন এবং লোক সাহিত্য নিয়ে বিশ্লেষণধর্মী লেখা গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও এবারের সংকলনটিতে সংগঠনের সঙ্গে জড়িত সাবেক সংগঠক এবং কর্মীদের স্মৃতিকথা স্থান পাবে।
লেখা পাঠানোর নিয়মাবলি:
ছড়া/কবিতা ( অনধিক ২০ লাইন); গল্প ( অনধিক ২০০০ শব্দ) ; প্রবন্ধ ( অনধিক ২০০০ শব্দ); রম্য ( অনধিক ১৫০০ শব্দ); থ্রিলার (অনধিক ২০০০ শব্দ); গ্রন্থ সমালোচনা/চলচ্চিত্র সমালোচনা (অনধিক ২০০০ শব্দের) মধ্যে হতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে কিংবা মেইল বডিতে লিখে লেখা পাঠাতে হবে। পিডিএফ ফরম্যাটে লেখা গ্রহণযোগ্য হবে না। লেখার সঙ্গে প্রেরকের নাম, ঠিকানা, বিভাগ, শিক্ষাবর্ষ, পেশা (শিক্ষার্থী ছাড়া অন্যান্যদের জন্য) এবং ফোন নম্বর সংযুক্ত করতে হবে। লেখা পাঠানোর ইমেইল ঠিকানা: [email protected]। লেখা পাঠানোর শেষ সময় ২৪ মার্চ, ২০২১।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পার করেছে। সেপ্টেম্বর ২০২০ সালে প্রথম সংখ্যা "অনুরণন" নামে আত্মপ্রকাশের পরবর্তী সময়ে "গঙ্গাঋদ্ধি" নামে নতুন নামকরণ করা হয় এবং একই নামে পরপর তিনটি মাসিক অনলাইন সংস্করণ প্রকাশিত হয়। এখন থেকে নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী হিসেবে প্রকাশিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এইচআর/এসএম